Advertisement

বাঞ্ছারামপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল সেবা ক্যাম্পে রোগীরা পেল উন্নত চিকিৎসা

 



রোববার (১৬ ফেব্রুয়া‌রি) সকাল ১০টা থে‌কে বিকাল ৪টা পর্যন্ত বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের দুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাঞ্ছারামপুর উপজেলা ইউনিট কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল সেবা ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ ও বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বাঞ্ছারামপুর উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা ইমন হাসানের সভাপতিত্বে সঞ্চালনা করেন প্রশাসন, সংগঠন ও সদস্য বিষয়ক সম্পাদক মো. রাসেল মিয়া।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফেরদৌস আরা শুভ উদ্বোধন করেন। প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন বাঞ্ছারামপুর কল্যাণ সমিতি, ঢাকা’ র সাধারণ সম্পাদক মেজর এসএম সাইদুল ইসলাম, পিএসসি (অব.)। এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মীর আব্দুল হালিম।

বিশেষ অতিথি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক খোকা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম ফারুক, রূপালী ব্যাংক পিএলসির কর্মকর্তা, শান্তিপুর গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ আব্দুল মতিন, হাজী শমসের আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দুলারামপুর গ্রামের কৃতি সন্তান মো. মজিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান মে‌মো‌রিয়াল হাসপাতাল অ্যান্ড না‌র্সিং ক‌লে‌জের চেয়ার‌ম‌্যান ইঞ্জি‌নিয়ার মো. স‌ফিকুর রহমান, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ সহ, উপজেলা যুবদল সদস্য সচিব জিসান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় সহস্রাধিক বয়স্ক পুরুষ, নারী ও শিশুদের মধ্যে প্রাথমিক চিকিৎসা ও অতি প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

উদ্বোধন ঘোষণা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট এর সেবামূলক এই ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন ঘোষণা করে আনন্দিত বোধ করছি যেখানে অত্র এলাকার সুবিধা বঞ্চিত মানুষেরা বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছে। তিনি ধীরে ধীরে এ সেবা আরো প্রসারিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

গেস্ট অব অনার অ্যাডভোকেট মীর হালিম বলেন ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত হওয়া এই রেড ক্রিসেন্ট বিশ্বব্যাপী মানবিক সহায়তা নিয়ে কাজ করে যেখানে ১৬ কোটি স্বেচ্ছাসেবক রয়েছে। অত্র এলাকার তরুণরা স্বেচ্ছাসেবক হিসেবে নিজেদের দল গঠন করেছে যা আজ ইতিহাসের অংশ হয়ে গেছে।

বিশেষ অতিথির বক্তব্যে বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক খোকা বলেন আমরা চিকিৎসা সেবার মত জরুরি সেবা ও কল্যাণমূলক কাজের মাধ্যমে আগামী দিনে বাঞ্ছারামপুরের বিভিন্ন এলাকায় হাজির হব, প্রকৃত সেবা প্রার্থীদের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারাই আমাদের লক্ষ্য। ‌

প্রধান অতিথির বক্তব্যে অবসরপ্রাপ্ত মেজর সাঈদ বলেন ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়ে দুলারামপুর এর মত দুর্গম চরাঞ্চলে উপস্থিত হওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন অত্র এলাকার শিশু নারী ও বয়স্কদের জন্য বিনামূল্যে কিংবা সহজে স্বাস্থ্যসেবার সুবিধা বৃদ্ধি করার জন্য আগামীতে প্রয়োজনীয় ব্যবস্থা করবেন।

দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে সোনারামপুর, দুলারামপুর, ফেরাজিয়া কান্দি মরিচা কান্দি, শান্তিপুর সহ আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে আগত কয়েকশ দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা, পরামর্শ, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, ব্লাড গ্রুপিং ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। ‌ জনসেবামূলক এই ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম স্থানীয় বিভিন্ন মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়। ‌ সেবা প্রার্থীরা এ ধরনের সেবা আরও আয়োজন করার প্রতি আগ্রহ প্রকাশ করেন।

সর্বশেষ রেড ক্রিসেন্ট এর বাঞ্ছারামপুর উপজেলা ইউনিটের দলনেতা ও ফ্রি মেডিকেল ক্যাম্পের সভাপতি ইমন হাসান বলেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আর্ত মনবতার সেবায় ও প্রয়োজনের তাগিদে বাংলাদেশ যুব রেডক্রিসেন্ট বাঞ্ছারামপুর টিম আগামী দিনে এই অঞ্চলে মানবিক সহায়তা ও সেবামূলক কার্যক্রম চালিয়ে যাবে।

রূপসদীর মাহবুবুর রহমান মেমোরিয়াল হাসপাতাল এন্ড নার্সিং কলেজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুর রহমানের সৌজন্যে উক্ত মেডিকেল ক্যাম্পে ডাক্তার নার্স ও প্রয়োজনীয় ওষুধ সহ কারিগরি সহায়তার ব্যবস্থা করা হয় বিদায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়

মতামতঃ-
ক্রমানুসারে

Advertisement

জনপ্রিয় পোস্টসমূহ

  1. কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনের মধ্যে নির্বাচন

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যদি রাজনৈতিক দলগুলো ভোটের আগে কম সংস্…আরও পড়ুন

  2. বাঞ্ছারামপুরের বিথি রেমিটেন্স উৎসবে উপহার জিতে খুশি

    বাংলাদেশ কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসবে লটারিতে সারা দেশের মধ্যে প্রথম হয়ে কানের দুল ও এক জোড়া হার…আরও পড়ুন

  3. আর সাংবাদিকতা করবেন না ভ্যানচালক রেজাউল

    এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন রেজাউল ইসলাম (২২)। লেখাপড়ার দৌড়ে প্রাথমিকের গণ্ডিও পার হতে …আরও পড়ুন

  4. নির্বাচনের জন্য সংস্কার লাগবে, সংস্কার শেষ করার জন্যও নির্বাচন লাগবে: জোনায়েদ সাকি

    নির্বাচন ও সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জো…আরও পড়ুন

  5. নির্বাচন ব্যবস্থায় সংস্কার কমিশনের সুপারিশ

    আরও পড়ুন

  6. অমর একুশে বইমেলার পর্দা উঠলো

    অমর একুশে বইমেলা-২০২৫ এর উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংল…আরও পড়ুন

  7. নবীনগরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৫০জন গরীব ও অসহায় মানুষের মাঝে গরুর মাংস বিতরণ!

    ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের ভিটিবিশাড়া গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যাতিক্রমী উদ্যেগ। পবিত্র ঈদুল…আরও পড়ুন

  8. বিএনপি প্রার্থী রাইকা ওয়ালী খান, নিজের নির্বাচনী এলাকায় জনগণের সাথে মতবিনিময় করবেন

    ব্রাহ্মনবাড়ীয়া-৬ (বাঞ্ছারামপুর উপজেলার) আসনের দুইবারের সংসদ সদস্য  মরহুম এ টি এম  ওয়ালী আশরাফ সাহেবের…আরও পড়ুন

  9. রাজনীতিতে নাম লেখানোর প্রশ্নে যা বললেন তামিম

    সতীর্থ সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজা নাম লিখিয়েছিলেন রাজনীতির অধ্যায়ে। ছিলেন আওয়ামী লীগের …আরও পড়ুন

বিভাগের খবর

BD POST on Facebook

BD POST on YouTube